সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গ নদীর উপর দিয়ে বেইলি ব্রীজ পার হওয়ার সময় মালবাহী ট্রাক ব্রিজ ভেঙে পানিতে ডুবে গেছে। এখন পর্যন্ত চালক ও হেলপারহ দুইজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
বর্তমানে জগন্নাথপুর থেকে হবিগঞ্জ জেলায় যাওয়ার পথে সকল যাত্রীবাহী ও মালবাহী যান চলাচল বন্ধ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ অভিযান পরিচালনা করেছেন। এখন পর্যন্ত নিখোঁজদের পরিচয় জানা যায় নি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আমরা বর্তমানে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছি। বিস্তারিত পরে জানাবও।
ঘন ঘন কেন এই সড়কে বেইলি ব্রীজ ভেঙে পড়ে তা জানতে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং জানান, আমরা যান চলাচলের জন্য দ্রুত এই ব্রীজ মেরামত করবও। দুই দিনের মধ্যে আশা করি যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। এখানে আরসিসি ব্রীজের জন্য প্রকল্প নেয়া হয়েছে। একনেক অনুমোদন পেলেই কাজ শুরু হবে। আপাতত মেরামত করে শুধু যানচলাচল স্বাভাবিক রাখা ছাড়া আর কোনও উপায় নেই।